প্রকাশিত: Tue, Apr 4, 2023 6:56 AM
আপডেট: Tue, Jul 1, 2025 9:02 AM

একমাত্র টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর হয়ে উঠতে পারে আয়ারল্যান্ড

এল আর বাদল: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে টাইগার সেনারা। এখন তাদের সামনে টেস্ট পরীক্ষা। আইরিশদের কীভাবে মোকাবিলা করবে সেটা নিয়েই বিশ্লেষণ চলছে টাইগার শিবিরে। মঙ্গলবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, এই ম্যাচে দাপট দেখিয়ে জিততে চায় বাংলাদেশ। কিন্তু আয়ারল্যান্ডও প্রতিপক্ষ হিসেবে ভয়ংকর হয়ে উঠতে পারে, এমন শংকাও রয়েছে সাবেক এই ক্রিকেটারের মনে। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ প্রায় সাড়ে তিন মাস পরে টেস্ট ক্রিকেট খেলবে। অনেক দিন একসঙ্গে খেলা হয়নি। বাংলাদেশ দলের সমন্বয় এখনও পর্যন্ত ভালো আছে। হোম কন্ডিশনের কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু এই উইকেটে ফাস্ট বোলারদের জন্যও সুবিধা থাকবে বলে মনে করেন তিনি। 

আয়ারল্যান্ড প্রতিপক্ষ হিসেবে দুর্বোধ্য, কারণ এই দলটার বিপক্ষে বাংলাদেশ কখনো টেস্ট ম্যাচ খেলেনি এবং আইরিশরা অচেনা প্রতিপক্ষকে কঠিন সময় দিতে অভ্যস্ত। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে আয়ারল্যান্ড লর্ডসে একটি টেস্টে চমক দেখিয়েছিল। জো রুটের দলকে সেবার আইরিশ পেসাররা ৮৫ রানে অলরাউট করে দিয়েছিলো। সেই দলের মার্ক অ্যাডেইর মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডেও আছেন।

এই টেস্টে আয়ারল্যান্ড ক্রিকেট দলের ফাস্ট বোলারদের ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে দেবে। এমনিতে ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশ এবং মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলা আয়ারল্যান্ডের মধ্যে পরিসংখ্যান দিয়ে তুলনা করা যাবে না। মাঠে পারফরমেন্সই ভাগ্য নির্ধারণ করবে। আয়ারল্যান্ড এখনও পর্যন্ত যে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে গত পাঁচ বছরে তার সবকটিতেই হেরেছে দলটি। সম্পাদনা: বসুনিয়া